জন্মনিলাম এই ধরাতে-
    মায়ের হতে মায়ে,
প্রজন্মের পর প্রজন্মরা
     জন্ম নিয়েই যাবে।


মায়ের কোলে বড় হয়েছি-
     মায়ের অতি আদরে,
মায়ের কাছেই আধ আধ বুলি
     শিখেছি কত যতনে।


একবারও কি খেয়াল করেছেন-
    আমি ছিলাম কোথায়?
রঙ্গ মঞ্চে বাস করিয়া
      আবার যাব কোথায়?


কাহার আলোতে দেখেছো তুমি-
      এই রঙিন পৃথিবীটা,
তাহার জন্য তৈরি করেছো কি?
      একটু বাস্তভিটা।


বাতাস টানিলা মনের মতন-
    ছাড়িলা আবার কোথায়?
তোমার ইচ্ছায় সব করিলা
     যখন মনে যা চায়।


হায়রে মানুষ রঙিন ফানুশ-
     দম ফুরাইলে ঠুস,
আজরাইল যখন সামনে আসবে
     থাকবে নারে হুশ।


দস্তা দস্তি করিলে কত?
     বাড়ী গাড়ীর লাইগা,
মৃত্যুর পড়ে এ সব তোমার
     সবই যাইবে ভাইগা।


সৃষ্টিকে নিয়ে অনুশোচনা কর-
      নুন খাইলা তাহার,
মহাসুখে দিনাতিপাত করিয়া
      গুন গাইলা কাহার।


তুমি তো জন্ম পুর্ণাঙ্গে-
      অর্ধাঙ্গে, ধ্বজা ভঙ্গে নয়,
যাহার অঙ্গ ভাইরে বিকলঙ্গ
     তার কষ্ট কার কাছে যে কয়।


অনুশোচনা করে শুকরিয়া কর-
     মহামিলনের দরবারে,
করুণাময়ের সাগর তিনি
      তোমায় মাফ করিতে পারে।