অপমান(২১৪৭ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২১-০৫-২০২৩
===============
অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়
এটা বাংলায় প্রবাদ,
অপমানের সাথে ছুড়ে দেয়
যদি কটুক্তি অপবাদ।


ছোটদের দ্বারা বড়দের যদি
অসম্মান করে চলে,
এই লজ্জার কথা কেমন করে
অন্যের কাছে বলে।


যার মাথায় মেধা আছে সে
নীরবে সহ্য করে যায়,
এই অস্বাভাবিক অপমানের
কথা বলা যায় কোথায়?


সমাজে এমন ভাবে অহরহ
ছোটরা বড়দের কত?
বেইজ্জত ও অপমান করছে
যাতে হৃদয় হচ্ছে ক্ষত।


বড়দের কথার দাম দেয় না
মুখের উপর কথা বলে,
নিজের ইচ্ছে মত চলতে চায়
কিছু বললে থাকে ফুলে।


এ সমাজে বহু বেয়াদবের মত
ইঁচড়েপাকা দেখা যায়,
ওরা জানেনা মান সম্মান দিতে
ওরা সম্মানের হানি ঘটায়।