অপপ্রচার
    এম এ সালাম
         ২২-০৯-১৯


সমাজে একজন অপর জনের-    
   সতত অপপ্রচার চালায়,
দোষ না থাকিলেও বানিয়ে সে
    স্বার্থের খাতিরে জ্বালায়।


অশিক্ষিতরা শিক্ষিত লোকের-
    শিক্ষার সমালোচনা করে,
বুঝতে হবে লোকটির মাথায়
     শুধু স্বার্থ চরিতার্থ করে।


যার নিজের ঘটে শিক্ষার আলো-
     জীবনে নেইরে কোন কিছু,
সে যদি আজ শিক্ষিত লোকের
     দোষ খোজে পিছু পিছু।


দোষ না থাকিলেও প্রতিদ্বন্ধী ভেবে
   বাতাস ধরে কথা বলে,
সোজা রাস্তায় না চলিয়া মুর্খ
    বাকা রাস্তায় বেকে চলে।


টাকা পয়সার বাহামি দেখায়-
    একএ খরচ করে বিশ,
গুনিদের গুনের কদর দেখিয়া
     প্রতিবেশীদের দেয় শিষ।


মুর্খ্য নিজেকে নিজে যোগ্য ভেবে-
     গুন ছড়ায় সবার মাঝে,
আজ জ্ঞানীগুণীরা তাই দেখিয়া
      বলে লোকটা আসলেই বাজে।