অপ্রয়োজনে প্রয়োজন (২৩৯৬ তম)
এন,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০১-২০২৪ ইং
=======================
প্রয়োজনের অতিরিক্ত কিছু মোটেই ভালো না
মানুষ নিয়ে অপ্রয়োজনে যত্রতত্র খেলো না।
প্রয়োজনের অতিরিক্ত আশা লোভের ভষিভুত
এই ধরনের প্রয়োজন বন্ধু করবে ক্ষত বিক্ষত।
পেটে ক্ষুধা না থাকলেও চোখের ক্ষুধা মেটেনা
লোভে পরে হালকা খাওন মোটে সে ছাড়ে না।
বন্ধু,তুমি অপ্রয়োজনে কাউকে করোনা বিরক্ত,
তবে কয়দিন পরে প্রয়োজনেও হইবে অনুরক্ত।
লোভে পরলে প্রয়োজন বাড়ে নচেৎ যে বাড়ে না,
অন্যের প্রয়োজনে সে আর মোটে তারে ছাড়ে না।