অপূর্ণ ভালোবাসা(১৯৪১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১০-২০২২
--------------------------------------------
সব ফুল কি কলি হয়ে?
গাছের শাখে ফোটে,
কত কুড়ি যে অকালেতে?
গাছের থেকে টুটে।


সকল নদী খুঁজে কি পায় ?
তার আসল মোহনা,
কত নদীনালা পথ হারিয়ে?
হারায় আসল ঠিকানা।


সকল মেঘ অঝোর  ধারায়  
বৃষ্টি হয়ে নাহি ঝরে,
কত মেঘ যে হাওয়ার তোড়ে?
এদিক সেদিক সরে।


কত মানুষ যে প্রেমে জড়ায়?
সব হয়না পরিণতি,
কালের ব্যালে পরে কত প্রেম?
হারায় নিজের গতি।


সকল শুরুর হয় না যে শেষ
কতেক যায় যে থেমে,
শেষ শুরুটা যে মিটার স্কেলে
সদা উঠে আর নেমে।


সকল প্রেম যে পূর্ণতা পায় না
জড়িয়ে যায় যে হতাশা,
মনের কোণেতে গুমরে কাঁদে
কত অপূর্ন ভালোবাসা?....