অপূর্ণতার মাঝে (১৮৮৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৯-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাহিরের রুপ লাভন্য দর্শিয়ে
সকল মানুষ নির্নয় করি,
সেটা আমরা চোখে দেখিয়াই
আয়নায় ভিতরটা স্মরি।


দিনের শেষে সবই যে নিঃসঙ্গ
নীরবে,একাকীত্বে শূন্য,
মানুষের মনে কালিমা লেপনে
কেমনে আসল রুপে ধন্য।


নিষ্ঠুর নির্মম বাস্তবতায় দৃশ্যতে
মানুষ,মানুষ নয়যে পশু,
পারিবারিক শূন্যতায় ভুগছে
গাঁয়ের সহজ সরল নসু।


যদি মিষ্টি মধুর মুখের হাসিতে
কেহ একগাল হেসে বলে,
তার অন্তরে সুখ নেই শান্তি নেই
কেমনে সুখী মানুষ বলে।


কেহ নিজের সাথে নিজেই করি
হররোজ কত ছলচাতুরী?
মিথ্যার প্রতিশ্রুতি দিয়েই চলি
মিছে দিন অতিবাহিত করি।


খোলস মোড়ানো দেহের পরে
মনটা কালিমায় খালি,
শ্বেত বর্নের কোমল দেহ হলে
কেমনে তারে ভাল বলি।


বাহিরটা যদি থাকে আলোকিত
আমাবস্যার চাঁদের মত,
অন্তরের মাঝে পূর্নতার চিহ্ন নেই
বিষাদে মন ক্ষত বিক্ষত।


সুন্দর দেহে যদি থাকে অপূর্ণ চাঁদ
তারে কেমনে পুর্ণিমা বলি,
পোশাক পরিলে চাকচিক্য থাকিলে
কেমনে ভালো মানুষ বলি।


কেহ আছে সংসারে অর্থের কষ্টে
কেহ পরিবারিক ভাবে শূন্য,
পোশাখ দেখে বলি তারে কেমনে
আসলে সুখ শান্তিতে ধন্য।


আসলে বাহিরে পূর্ণতা দেখা যায়
পূর্ণ পূর্ণিমার চাঁদের মত,
শূন্যতা অতৃপ্তি মনেতে লুকানো
প্রাপ্তিতে শুধু অপূর্ণতা যত।