ওরা আমার বাহির দেখে
    এম এ সালাম
     ০৬-০৫-১৯


ওরা আমার বাহির দেখে-
     অন্তর দেখে না,
বাহির দেখে আসল রুপ
     চিনতে পারে না।


আমি যে কালো মেয়ে-
    মনটা কাল নয়,
ব্যবহার দেখে সঠিকতা
    মেপে নেওয়া যায়।


কালো বলে কেহ আমায়-
   বাসতে চায় না ভাল,
কষ্টে আমার অন্তর জ্বলে
    মনটা নেইরে ভাল।


কালো হয়ে জন্ম নেওয়া-
    আমার অভিশাপ,
দেখতে যদি ফর্সা হতাম
     হতে মনে স্বর্গে নিবাস।
    
কালো বলে আমার রক্ত -
    নয়,রে বন্ধু কালো,
পরীক্ষা করে দেখতে যদি
    হতে অনেক ভাল।


সুন্দরী দিয়ে সুখ না পেলে-
     কষ্টে জীবন কাটে,
কালোর দ্বারা সুখ পেলে
    ভাই, সুখে জীবন ঘটে।