ওরাও মানুষ ওরাও সন্তান
                এম,এ,সালাম
                 ১৯/০৭/১৯


অবুঝ শিশু, নেই জ্ঞান ওদের ঘটে-
ওবুঝ বলিয়া অর্থের লোভে ছোটে,
পরিশ্রম করে সব কিছু বিসর্জন দিয়ে,
যেথায় সেথায় বিকিয়ে দেয় বটে।


শিশুর যে অধিকার আছে স্বাধীন ভাবে চলার-
লেখাপড়ার অধিকার আছে কথা বলার,
স্বাধীন ভাবে পথ চলিবে খেলাধুলার ছলে,
ওদের অধিকারের কথা সবাই যাবেন বলে।


লেখা ছাড়িয়া শিশু শ্রমে  আত্মনিয়োগ করে-
ইচ্ছায় অনিচ্ছায় যোগ্য করিয়া গড়ে,
কেহ আবার জোর করিয়া শিশু শ্রমে ডুকায়
কেউবা ওদের ইচ্ছেগুলি খড়তাপে শুকায়।
                                                  
কেউবা অভাবের তাড়নায় অভিবা বকের অনুমতি নিয়ে-
পেটের দায়ে নিরুপায় হইয়া নিজেকে বিকিয়ে,
শিশুরা যে আমাদেরই সন্তান অতি আপনজন
কেউবা আবার প্রভাব খাটাইয়া কেড়ে নেয় ওদের মান।


ওদের কষ্টে দেখিলে দেশবাসি কষ্ট পায়-
শিশু শ্রম বন্ধ করতে  সরকারের পদক্ষেপ নেয়,
আমজনতা সবার উচিৎ শিক্ষালয়ে পাঠান
ওদের জন্য সরকার উচিৎ যথেষ্ট মাথা খাটান।