ওরা খুবই অসহায়
এম,এ,সালাম
২১-০৭-২০

ওরা দুঃস্থ ওরা অসহায়
ওরা নির্যাতিত, নিষ্পেষিত,
ওরা যুলুমের কাছে জিম্মি
ওরা ক্ষুধার জ্বালায় কাতর।


ওরা না পায়  অন্ন না পায় বস্ত্র
বলতে পারে না লজ্জা নিবারন
দূর্বল বলে  দূরে সরে দেয়
মানবতা আজ বদ্ধ খাঁচায় বদ্ধ।


সুযোগ পেলেই  নিরন্নের খাবার
ক্ষমতার জোরে কেড়ে নিয়ে যায়,
গুমরে গুমরে কাঁদে ওরা কাঁদে
বলতে থাকে দুঃস্থের অভিশাপে।


ওদের সম্পদ,ইজ্জত, সবই অন্যেরা
গ্রাসে হা করে গিলছে।
কোথায় মানবতা পাওয়া যাবো?
ওরা ভাগ্যের অভিশাপে মাত।