ওরে মুখ চেপে ধর
    এম এ সালাম
        ২১-০৭-১৯

ওরে খেয়াল রাখিস-
     ওই মুখটির দিকে,
নইলে ফেঁসে যাবি
       কাঁচা ধানে মই দিয়ে
আর কত জ্বালাইতে থাকিবি।

হায়! এখন কি দেখি-
বাবার অপরাধে খালুর ফাঁসি
     শাক দিয়ে মাছ ঢাকা,
লোভে পইরা বাবার কাছে
      পিসলি নিজের চাঁকা।

জনাব সবার চোখ খোলা-
ছোট বড় সবাই বোঝে
     কে ঘোলাটে করে পানি,
গায় পড়িয়া কিছু করিলে
     হইবে যে মান হানি।

সবাই বুঝ পাইছে-
   কোথার বিষ কোথায় জমে,
কেন জমাইতে থাকে
    নিজের দোষ চাপিয়ে দিলি
পরের বউয়ের মাথে।

সবাই সজাগ দৃষ্টিতে-
সব মানুষের চোখ কান খোলা,
মিডিয়াও চোখে দেখে
যার দ্বারা ভূত ছাড়াবো
তারে ধরছে কালাভূতে।