অসীমের সাথে মিশ যাবে
          এম,এ,সালাম
          ২৫-১২-১৭
আমার এই নষ্ট দেহ খানি-
      একদিন পচে গলে মিশে যাবে,
নিশ্চিহ্ন হয়ে  যাবে সেইদেশে
  সেখান থেকে ফিরবে না কোনদিনই।


আমি থাকবো না, থাকিবে আমার লাশ-
     স্ত্রী-পুত্র সেদিন করিবে বিলাপ,
ভালবাসা সেদিন হারিয়ে যাবে
     প্রেম  ভালবাসা কেড়ে নিবে।


আদরের স্বামী সেদিন হয়ে যাবে পর-
        স্ত্রী-পুত্র সবাই হবে বেখবর,
ওরা বিলাপ করে বলবে সেদিন
      ওরে তোরা কে কোথায় আছ।


মৃত্যুকে  ভয় পাই, ঘরে রাখা লাশ-
দাপন কার্যের জন্য লোক কর তালাস,
ভয়ে মরে যাব তোর বাবার লাশ দেখে
তোরা সরা আমার চোঁক্ষের সামনে থেকে।


এটাই এই মর্তধামের সত্যবিধি-
    মৃত্যু নিয়ে ভাবি নিরবধ,
চিরধরাতে সুখে থাকিতে চাও যদি
     মৃত্যুকে স্মরণ কর নিরবধি।