হঠাৎ করে মাথার উপর একখানি কালমেঘ -
সংকেত দিয়ে যায় নানা অজানা তথ্যের,
আফছোচে হৃদয়টি ভেংগে চৌচির।
সবই কি ভুল যা করলাম জীবনে,
পত্র পল্লবে একই কথা একই সুর।
ঈশানকোনে মেঘেরডাক হয়ত বিপদ সংকেত,
কাটিয়ে ওঠার চেষ্টা করি বারংবার।
ধৈর্যের বাধ ভেংগে যায়নি এ দেহ মনে,
প্রবল জোয়ারে পালতোলা নৌকা ধাবমান।
সময়ের ব্যাপার এ প্রানে হাসি ফুটিবার,
মেঘেরা লজ্জার ঝাড়ি নিয়ে চলে যাবে।
মুখটি অন্ধকার হয়ে যাবে খানিক  পর-
মুখটি অন্ধকার হয়ে যাবে, হৃদয় হবে খান
                                             খান-
তবুও আলোর পতাকা নিয়ে সামনেই
                                         ধাবমান।