অস্থির মনোভাব -৩ (২৩৭৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০১-২০২৩ ইং
==================
একটি সকাল আসবে বলে
আশায় রয়েছি বসে,
তোমায় নিয়ে শীতের পিঠে
খাবো খেজুর রসে।


সেদিন নব সুরে গাইবে পাখি
মধুর মিলন গীতি,
গোলাপ ফুলের সুবাস ছড়াবে
হাসবে নতুন রীতি।


কখন সেই সকাল আসবে বলে
হৃদয়ে প্রেমের দৃষ্টি,
হাসি উল্লাসে উজ্জীব আলোয়
ভালোবাসার কৃষ্টি।


প্রশ্নেরা রোজ ভিড় করে থাকে
উত্তর খুঁজে পাই না,
জানিনা আমার ব্যর্থতা নাকি
এমন ভবিষ্যৎ চাই না।


হাসছে মায়ায় ছায়া অন্ধকারে
জাগছে শরীরে শিহরন,
রোজ সকালে হাত বাড়ালেই
পাই হলুদ খামের শমন।


প্রতিদিন এমন ভাবে নিরুদ্দেশে
তোকে হারিয়ে খুঁজে আমি,
হাজারো প্রশ্নমালা মনের কাছে
এ জীবন থেকেও দামি।