অতীত নিয়ে ভাবী (১৭৯৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৬-২০২২
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
অতীত নিয়ে ভেবো না আর
সময় হবে নষ্ট,
পাবে না তো কিছু ফিরে যে
বাঁধবে বুকে কষ্ট।
বর্তমানে ভালো আছে যা
তাতেই থাকি তুষ্ট।


অতীত নিয়ে লাভ কী ভেবে?
ঘুণেধরা যত স্মৃতি,
আসল  কথা যে না বুঝিবে
তার  হবে যে ক্ষতি,
স্মৃতির পাতা থেকে শিক্ষা নিলে
হবে না পথভ্রষ্ট।


  অতীত নিয়ে যে যাই বলি
   যায় না তো সব ভুলা,
  তবু লক্ষ্যমাত্রা হওয়া উচিত
  সামনের দিকে চলা।
   হোক শুরু হোক আলোর খুঁজা
   প্রহর গুনা অষ্ট।