অতীতের স্মৃতি চারণ
    এম,এ,সালাম
     ২৪-০১-২১


মনের পড়ে সেই বলাই গাছে
  সোনাপোক ধরার খেলা,
সুতা বেধে সোনাপোকের মাথে
   উড়াইতাম সারা বেলা।

মোল্লা বাড়ির পশ্চিম পাশে
    বলাই ঝোপ ঝাড়ে,
পাল্লা দিয়ে সোনাপোক ধরিতাম
    কে কত বেশি  পারে?


খুব সকালে ঘুম হতে উঠিয়া
     বলাই ফুল তুলে,
মজা করে বলাইফুল খেতাম
     কানে রাখিতাম ঝুলে।


ছটকা দিয়ে বাঁদুর মারিতাম
   কলার মোচরার খোলে,
মাছরাঙা মারিতাম চুপিসারে
   পুকুরে নোয়ানো ডালে।
    
হাবিব আর আমি রঙিন কাগজে
    ঘুড়ি বানাতাম কত?
আকাশে উড়ানোর স্মৃতি চারণ
    মন করে ক্ষত-বিক্ষত।


মনে পড়ে সেই ছোটবেলায়
   শাপলা শালুক তোলা,
মনে আছে মক্তব পলায়নে
   হুজুরে দিত কানমলা।