অভাবে স্বভাব নষ্ট (২২৩৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৮-২০২৩ ইং
**********************************
জীবনে প্রয়োজনের চেয়ে কমই অভাব
অভাবেই নাকি নষ্ট হয় মানুষের স্বভাব।
জীবন খুব সহজ নয় থাকে যদি অভাব
নেমে আসে সুখ দুঃখ থাকে যদি অনুভব।
অভাবে আনন্দে চলেনা মানুষের সংসার
পরিবার সুখকর নয়তো অর্থাভাব যাহার।
লোভে পরলে মানুষ হয় সংসার সর্বত্যাগী
লোভের নেশায় মানুষকে করে মহাভোগী।
সত্য ত্যাগে মিথ্যায় ডুবে মানুষ দূর্নীতিবাজ
অভাবে পরলেও কেহ কেহ দেখায় ঠাটবাজ।
মুখরোচক খাবারে শরীরে রোগের আগমন
সুষম খাবারের অভাবে দেহে রোগের বহন।
অনুভুতির অভাবে মানব মন হয় যে বোকা
সত্যতার অভাব গ্রস্থ নেতা তোমা দেয় ধোকা।
পর্যাপ্ত জ্ঞানের অভাবে মানুষের মন যে দূর্বল
অজ্ঞানতার অভাবে দূর্বল মানুষ হয় সবল।
প্রেমের অভাবে মানুষ ভালোবাসা হারায় মনে
প্রেমাভুতির অভাবে ছলনা করে মানুষের সনে।
মায়ের স্নেহের অভাবে ভুমে সন্তান হয় না সুখী
সন্তানের স্বার্থ চরিতার্থে বৃদ্ধ পিতামাতা দুঃখী।
অন্ধকার আসলে মানুষ বুঝে আলোর অভাব
আঁধার কেটে গেলে উত্তাপে বুঝি সূর্যের স্বভাব।
সৎ নেতার যোগানের অভাবে দেশটা রসাতলে
উন্নায়ন হয় কি দেশে এমন নেতের হদিস পেলে।
মানবতা  করুনার অভাব মোদের করছে নির্দয়
নির্মম নির্দয়তার অভাবে মানুষ আজ দয়াময়।
সুখ শান্তির ছোঁয়া না পেলে মানুষ হয় অসুখী
অশান্তির অভাব দূরীকরণে একাগ্রচিত্তে রূখি।