অভিজ্ঞ চাপাবাজ (২৪২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০২-২০২৪ ইং
********************
চাপাবাজের নাম শুনেছি
দেখে আসলাম চোখে,
ওদের চাপাবাজীর প্রজ্ঞাটা
ওই অভিজ্ঞরাই রোখে?


নুন আনতে পানতা ফুড়ায়
সে নানরুটি খায় রোজ,
গল্প করে চাপাবাজী মারে
রুটি গরুর গোস্তে ভোজ।


গল্প করে মৌষ আছে কুড়ি
আছে শহরে ভিটে বাড়ি,
শহরের খরচ লাগবের জন্য
গ্রামে থাকি শহর ছাড়ি।


বলে পুকুর ভরা মাছ আছে
আছে গোয়াল ভরা গরু,
বিষয় সম্পত্তির অন্ত নেই
শত বছরের গাছ তরু।


মেহমান ছাড়া ভাত খাই না
রোজ মুছাফির থাকে,
প্রতি দিনের খাবার রেসিফি
মাছ মাংস ভাজি রাখে।