অভিমান(২০২৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০১-২৩
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
হৃদয়ে ধারণ করেছি শুধু তোমারই নাম
হোক যদি হোক না যত বদনাম।
ওই শুধুরে চলে গেছে রে নয়ন ও মন
ফিরাতে পারবো না দিয়ে কোন ধনমান।
আমিত্ব বোধ গভীরে ডুবে গেছে পুরো
অচেতন হতে পারি গো শক্ত করে ধরো।
ভালোবাসা আদায় হয় না জবরদস্তি করে
বুকের ভিতর চিনচিন করে মন গেছে মরে।
অভিমানী প্রেমের শেষ পরিণতি ভয়াবহ
পরিনত নয়তো শঙ্কামুক্ত নিশ্চিত দূর্বিষহ।
বুঝে শুনে ভালোবাসো যেন পস্তাতে না হয়
যেন লোক সমাজে মুখ দেখাতে হয় না ভয়।
অভিমানের মাঝেই নাকি ভালোবাসার জয়
ভালোবাসো মন চিনে গো নচেৎ পরাজয়।