অভুঞ্জিত
    এম,এ,সালাম
         ২৪-০৯-১৭


অনাহারীর মনের কথা-
  কোথায় খাবার পাব?
এক মুঠো খাবারের জন্য
    কোন পথে যে যাব।


মা যদি আজ থাকিত বেঁচে-
    বলিতাম ক্ষুধার কথা,
কার কাছে বলিব এখন
      বুভুক্ষু বপুটার কথা।
  
খোলা আকাশে হাটুজলে-
     কেমন করে থাকি,
ক্ষুৎকাতর মুখের পানে
     কার পড়িবে আঁখি।


এক লোকমা খাবারের জন্য-
     কত দ্বারে হাত বাড়িয়াছে?
নজর দিলে সুস্থ্য দেহেতে
      অসস্থি ভাব আসে।


কতদিন ধরে উপোষ রয়েছে,
সামান্য খাবার আশায় চেয়ে,
কার দয়ায়ে লোকমা অন্ন
শক্তিতে নেয় ধেয়ে।


নজর দিয়ে দেখনা আল্লাহ-
    ওদের মনের বাসনা,
পেট পুড়িয়ে ওদের মুখে
    সামান্য খাবার দিয়ে আসনা।
    
ওদের দেহে শক্তি নেই-
     দুর্বল হয়ে গেছে,
ঝিমিয়ে পড়া বৃদ্ধের মত
     দাঁড়িয়ে থাকে পিছে।


উপবাসীর ইচ্ছেটা হল-
     যদি আমায় কিছু দিত,
এক লোকমা মুখে দিয়ে
     তৃপ্তি পেতাম কত।


দুর্বলের দেহে শক্তি নেই-
      তাই নেই ওদের খাবার,
বুভুক্ষের ইচ্ছেটা আজ
      শুধাবো কাহারে আবার।


যদি পারেন দুর্বলের মুখে-
      এক লোকমা দিতে,
পালনেওয়ালা খেয়াল রাখিবেন
     ওই দান কারীর দিকে।