পাগলামির শেষ কোথায়? (২১৪৪ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৮-০৫-২০২৩
======================
পাগলে পাগলামিটা শুরু করছে
নিজের ভবিষ্যৎ না ভেবে,
এই পাগলামির মাশুল এবার সে
আগের চেয়ে দ্বিগুণ দিবে।


কেহ না বুঝে যদি সিদ্ধান্ত নেয়
তাতে গুনতে হবে অর্থ,
জান,এটাই পাগলামির মাশুল
চাপিয়ে দেয় যদি শর্ত।


জানি পাগলের সুখ মনে মনে
বিছানা লাছে কোণে কোণে,
পথে ঘাটে একা একা কথা বলে
সে আনন্দে হাসে মনে মনে।


পাগল সামনে পিছে সব খানেতে
চোখে দেখে সুখ আর সুখ,
যার কারণে ভেবে কাজ করে না
শেষে পায় দুঃখ আর দুঃখ।


সাময়িক সুখ দোলা দেয় মনে
চিন্তা ভাবনার ভালাই নেই,
আয় ব্যয়ের যে হিসেব কষে না
সবাই পাগল বলে  তাই।


পাগলের ভবিষ্যতের  চিন্তা নেই
নগত সুখের ভিতরে মত্ত,
পাগলের পাগলামি করতেই থাকে
একার চিন্তা চেতনা সত্ত্ব।