পাহাড়ের কান্না
   এম এ সালাম
        ১০-০৫-১৯


পাহাড়ের কান্না দেখে ঝর্না বলনা-
   নীরব কান্না ওদের মত কেউ কাঁদে না।
চোঁখ নেই জল পড়ে অঝোর ধারায় গড়িয়ে-
বলার সময় সবাই একটু বলি বাড়িয়ে।
নীরব কান্না ওদের মত কেউ কাঁদেনি-
বিবেকের কাছে প্রশ্ন করে কোনদিন কেউ বলেনি।
হা করে তাকিয়ে থাকে, গড়িয়ে পড়ে পানি-
পাহাড়ের মনের কথা আমরা কি কেউ জানি।
কত কষ্ট মনের কোনে লুকিয়ে আছে সবার-
পাহাড়ের মত অনেক কষ্ট লুকিয়ে আছে বোবার।
পাহাড়ের চেয়েও কঠিন হৃদয় মানব মনে আছে-
ওই দুঃখিনীর দুঃখের কথা পড়ে থাকেপিছে।
পাহাড়ের মত তুমি কাঁদ চোঁখে দেখি না-
মনের কোণে এই কান্না জমাট বাধে না।