পাখি কেন পোষ মানে না
     এম,এ,সালাম
      ১৭-১০-২১
==============
যে পাখি আজ বস মানে না
কেন তাকে নিজ ভাবি,
যে পাখি আজ ঘর বাঁধে না,
কেন তার লাগি ঘর বাধি।

যে পাখি আজ যেথায় সেথায়
ইচ্ছে মত উড়ে বেড়ায়,
যে পাখি আজি সবার কথায়
নিজের পুচ্ছ নাড়ায়।


যে আপন ভুলে অন্যের কথায়
তবুও যায় না ভোলা,
ভোলার জন্য চেষ্টা  করিলে
হৃদমাঝে বাড়ে জ্বালা।


এত্ত আদর যত্নের সেই পাখিটা
সতত ভাবে নিজ কথা,
চোখের আড়াল হইলে পাখি
মনে পাই খুবই ব্যথা।