পাটন বধু
এম,এ,সালাম
৩০-০৮-২০


শহরের বধুরা চঞ্চল চতুর
    চাল চলন সু-মধুর,
আধুনিকায়নে পথ চলে তারা
   মনে করে না নর শুধুর।


পুরী বধুরা প্রয়োজন ছাড়া
     করেনা ঘোরা ফেরা,
হথাৎ করে প্রয়োজন পড়িলে
     গাড়ীতে করে তাড়া।


পট্টন বধুরা বিকাল বেলা
    একটু অলস সময় পেলে,
মার্কেটের কাজে বাহির হয়
শত কাজ থাকিলেও ফেলে।


আধুনিক বধুরা পোশাক পড়ে
    আধুনিকতার ছোঁয়ায়,
থ্রীপিচ ও হাই হিলের জুতা পড়ে
     প্যান্ট-শার্টে দারুণ মানায়।


অনেকে আবার বিকেল বেলা
      প্রিয়জন নিয়ে ঘুরতে যায় পার্কে,
মাঝে মাঝে আড্ডা দেয় তারা
      মায়ে ঝিয়ে, পরিবার একত্রে।


এ পুর পার্কে গিয়ে আড্ডা দিয়ে
      অবসর সময় কাটায়,
অনেকে আবার সেলফি তুলে,
     ফেইস বুকে পাঠায়।


শহরের বধুরা মার্কেট করে
     সকাল সন্ধা বেলা,
অনেকে আবার বাজার করে
     মাইন্ড না করে খোলামেলা।


ডিজিটাল মেয়েদের সংস্কৃতি
   আধুনিক যুগের ছোঁয়ায়,
গাড়ী ছাড়া পথ চলে না,
     দেখতে দারুন মানায়।


অনেকে আবার আড্ডা দেয়
    ভালবাসার মানুষ নিয়ে,
প্রিয়জন নিয়ে আড্ডা দেয়
     ঢাকার হাতির ঝিলে।


নগূরে বধুরা ছাদের উপর
     বিকেল বেলা আড্ডা দেয়,
মাঝে মাঝে প্রিয়জনের সাথে
     মোবাইল ফোনে কথা কয়।


বিদ্রঃ- মনে কিছু করিবেন না,ভুল হলে মার্জনীয়।