পেনশন নয় টেনশন (২২৫৭ তম)
এম,এ,সালাম ( সুর ও  ছন্দের  কবি)
০৯-০৯-২০২৩ ইং
==========================
যুগের তালে সম্পর্ক হয়ে গেছে ঢিলে
বহুজনের সংসার চালানো কষ্টকর,
চিন্তায় টেনশনে আরামের ঘুম হারাম
সন্তানদের ভয়ে চমকায় রোজ পিলে।


বয়সের ভারে নুয়ে পরে বয়স অবসারে
যুবককালে পুরোদমে কাজ করেছি বলে,
বুড়ো বয়সের চাকরিটা আজ বয়োবৃদ্ধ
সব সন্তান যে যার মত সংসার নিয়ে মরে।


পেনশন নির্ধারণ করলো ত্রিশ বছর আগে
দ্রব্যে মূল্যের ঊর্ধ্বগতি স্ত্রীর অসুস্থতা ঘাড়ে,
যেই বাজারে পেনশন দিলো ছিল না টেনশন
টাকার ঘাটতি পরে যখন আগের সুখে বাগে।


এ বৃদ্ধ বয়সে দেহে পারে না ক্লান্ত থাকে মন
নানা অজুহাত ভীর জমায় শরীরে উপরে,
অপরের উপর নির্ভরশীল হয়ে দুর্বলতায়
মাসের অর্ধেক পেরুলে খুঁজি আপনজন।


যৌবন কালে আয় ভালো দেহ ছিল বলিষ্ঠ
কালের ভ্যালে সব বিফলে অযোগ্যর কাতারে,
সেবা বিহনে রোগব্যাধি আনে চিকিৎসাও নেই
আত্মীয় স্বজন হাত বাড়িয়ে করে যায় সন্তেষ্ট।


খাদ্য,বস্ত্র,শিক্ষা,চিকিৎসা বাসস্থান অপরিহার্য
যৌবনে বলিষ্ঠ দেহে সেবা নয় শেষ বয়সে দরকার,
পেনশনে, শেষ বয়সটা কাটে ফরাজের টেনশনে
মৃত্যু কালে কলংকের কালি লেগে হয়েছি যে বর্জ্য।