পিকনিক টিপস ২৩ (২০৪৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০২-২০২৩
----------------------------------
শিক্ষা সফরে গিয়েছিলাম
মঠবাড়িয়ার হরিণ পালা,
উঠভট কিছু শিক্ষার্থী এতে
করেছিল কত জ্বালাপালা?


কেউ নাককেটে যাত্রা ভঙ্গের
নানান পায়তারা করেছে,
সবে যে যার মত হরিনপালা
সকল কিছু ঘুরে দেখেছে।


হরিণ পালায় দেখলাম কত?
প্রেমের নামে নানা ছলনা,
কেউ  লজ্জা শরম বিলিয়ে
দিয়ে করছে নানান বাহানা।


দেখলাম নদীর পাড়ে আসর
বসিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত,
কেহ আবার ছবি ভিডিওতে
নানান সেলফি ড্যান্সে রত।


নদীর পাড়ে ঝাউগাছের তলে
পোলাউ বিরিয়ানি পাকে রত,
দূপুরের খাবার বিতরণ করছে
প্যাকেটে সমেত লোক যত।


কেউ আবার লুকোচুরি করে
প্রিয়জনকে খুঁজে বেড়ায়,
কেউ নিজের খাবার প্রিয়কে
বিলাতে নানা শর্ত এড়ায়।