পদ্মা নদীর খেলা (১৮০৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৬-২০২২
◾◾◾◾◾◾◾◾◾◾◾◾
পদ্মা সেতুর  আনন্দের ঢেউ
কুয়াকাটা থেকে মাওয়া,
দীর্ঘ দিনের লালিত প্রত্যাশা
বাস্তব  পদ্মাসেতু পাওয়া।


চাচায় খুশী  মায়েরা খুশী
ছেলের মা কিন্তু  হাসে,
পদ্মার বুকে  বাড়িঘর সব,
স্মৃতি  হয়ে যেন ভাসে।


রাজধানীতে থাকে সোনা বিবি
হাতে  ভিক্ষার থালা,
আত্মীয় সজনকে খুঁজে বেড়ায়
মা বোন কোথায় খালা?


দেখেছি ক'টা বছর  আগে ছিল
জেলে পাড়ায় বাড়ি,
পদ্মার বুকে সব হারিয়ে গেছে,
হদিস  নাই যে তারই।


পদ্মার পাড়ে মরিচের ক্ষেত
বিশাল  বালুর চরে,
সোনালি ফসল ফলে  সেথায়,
নানা ফল-ফলাদি ভরে।


পদ্মার ভাঙনে হারিয়ে  যাচ্ছে
ওপাড় গড়ছে ঠিক,
অনেকে হারাচ্ছে সহায় সম্বল
কেউ সুখী  সম্পদের  দিক।


পদ্মা শুধু  নিতেই জানে না
দেয়ার মনও মেলা,
তাইতো  নদীর  খেয়াল খুশী
ভাঙা  গড়ার খেলা।