পঞ্চান্নতে ছুঁই ছুঁই (২০২৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০১-২০২৩
🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮
হেলায় হেলায় চুয়ান্ন বছর পার করিলাম
আহারে এখন পঞ্চন্ন বছরে পদার্পণ!
আনন্দ বেদনা হাঁসি কান্নায় চুয়ান্ন শেষ
এত বছরের কত স্মৃতিময় জীবন।


সেইদিন আটষট্টি সালের জানুয়ারী
মাসের সাত তারিখে এই দুনিয়ায়,
পাঠালেন আমায় ওই পাক পরোয়ার
যে মা বাবার মাধ্যমে আল্লাহ্ আমায়।


আল্লাহ আপনি মা বাবার জীবনের
সব পাপের ক্ষমা করে দিবেন,
দোযখের দরজা বন্ধ করে দিয়ে
তাদের পবিত্র জান্নাত খানায় নিবেন।


জীবনে কত করেছি গুনা না জেনে?
সকল গুনার ক্ষমা চাইছি প্রভু,
ক্ষমা করবেন দয়ার দ্বারা নিজগুনে
জীবনে আর করবোনা পাপ কভু।


জানিনা আল্লাহ আপনি রাখেন ক,দিন
আমায় আপনার এই সাধের দুনিয়ায়,
আমার অতিত বর্তমান ও ভবিষ্যতের
সব পাপ, মাপ করবেন নবীর উছিলায়।


প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করুন
আমার যত বন্ধু বান্ধব আত্মীয় প্রিয়জন,
আমি যেন সহজ সরল পথে চলতে পারি
আমার ক্ষুদ্র হায়াতের বাকী জীবন।


আমি অধম গুনাগার বান্দা কোরআন পড়ে
তোমার দরবারে দুহাত তুলে করছি মিনতি,
শেষ বিচারে জীবনের সকল পাপ ক্ষমা করে
আমায় দিবেন আপনার তৈরি শ্রেষ্ঠ জান্নাতি।