পড়ার শুরুটা যেভাবে
    এম,এ,সালাম
     ০৮-০২-২১
---------------------
বয়স হয়তঃ পাঁচ ছয় হবে-
    আমার লেখাপড়া শুরু,
নোয়াখালীর মমিনদ্দীন হুজুর
    আমার প্রথম শিক্ষা গুরু।


অ,আ,ক,খ,এই বর্নমালা
   কালিতে তাল পাতায় লিখে,
হাতে খড়ি দিয়ে বলতেন
    লিখ ঘুরিয়ে ঘুরিয়ে  দেখে।


হাটি-হাটি পা পা করে যখন
    পাঠশালায় যাওয়া শুরু করি,
একদিন কামাই দিলেই হুজুরে
    প্যাদা পাঠাইয়া নিতেন ধরি।


ওয়ান ক্লাসে আমার চেয়ে
     আর কেহ ছিল না ভাল,
হুজুরে বলত এই ছেলেটা
     জ্বালাবে গাঁয়ের আলো।


আমার স্যার ছিল সানু মিয়া
     লেখা পড়ায় ছিল জানু,
মাঝে মাঝে পড়া না পারলে
   মাইর দিয়ে বলত ওরে মনু।
    
হুজুরে একদিন বলে দিলেন
     কাল বই নিয়া আসিবা সবে,
আদর্শ লিপি কিনে দিলেন
     পড়ার শুরুটা  হল এভাবে।


সীতানাথ বসাক প্রনীত বই,
     আদর্শ লিপি যার নাম
  ইহার মধ্যে লেখা ছিল
      কত সুন্দর সুন্দর বয়ান।


পাখী সব করে রব রাত্রী পোহাইল
  কাননে কুসুম কলি সকলি ফুটিল,
সকালে সোনার রবি পূর্বাকাশে উঠে
   শিশুগন দেয় মন নিজ নিজ পাঠে।