পরের ঘরের মেয়ে
এম,এ,সালাম
১০-১১-২০


শশুরালয়ে কথা শোনে পরের ঘরের মেয়ে
মন তাহার নেইরে ভাল, ভাল  ঝাল খেয়ে।
ভাল করিলেও ঠেলা খায় ঘরকন্নার কাজে
পান থেকে চুন খসিলে বলে মেয়েই বাজে।
বাসার  সবার মন জোগাতে, হয় শুধু কষ্ট
ভাল আচরণ করলেও বলে মেজাজ তার রুষ্ট।
সারাদিন  কাজের মাঝে ঝড়ে গায়ের ঘাম
তবুও মেয়ের ভাল কাজের হয় না সুনাম।
সবার খাবার পড়ে খায় যাহা থাকে হাড়িতে
অপ্রতুল  খাবার গুলো যায় তাহা নাড়িতে।
সবার পরে বিছানায় যায় ঘুমের ব্যাঘাত হয়
সাজ- সকালে না উঠিলে কথা শুনতে হয়।
বাসন-কোসন ধুয়ে মুছে পরিষ্কার করে ঘর
চা-বিস্কুটে দেরি করিলে বদন করে ভার।
কাপড়চোপড় ধৌত  করে ধোপার মত করে
বউ ছুটির দিনে ধৌত করে সারাদিন  ধরে।
মেহমান  আসে যেদিন, কাজের চাপ বাড়ে
নানা রেসিপি তৈরির জন্য হুকুম করে তারে।
বউ খায় কিনা খায় তার প্রতি নজর রাখে না
পড়ের ঘরের মেয়ে বলে তার কদর করে না।