পতাকার অধিকার (২০৩৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০১-২০২৩
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
এই লাল সবুজের পতাকার বয়স হয়েছে পঞ্চাশ
তাই রক্ত ঝড়ছে লক্ষ লক্ষ দেশ হয়েছে সর্বনাশ।
শহীদ হয়েছে আপনজন মুক্তি সেনার হয়েছ ক্ষতি
বীর বাঙ্গালী বিজয়ী বেশে পেয়েছি স্বাধীন গতি।
সেই স্বাধীনতার সুফল ভোগ সর্বজনে করিতে চাই
তাই মানুষের কর্মদক্ষতা বাতিত কোন উপয় নাই।
দেশটাকে সবাই ভালোবেসে হৃদয় জুড়ে মমত্ববোধ
যে প্রেম জেগেছে মনে উ্হা করিতে পারিবে না রোধ।
জনগনের দূর্যোগ শুধু ওই ভারত মঙ্গা মোকাবেলায়
ঝাঁপিয়ে পড়ার মন মানসিকতা আসুক বাধ্যতায়।
প্রেরণায় জাগ্রত মনোভাব মনোবল  যদি আসে ফিরে
গতিপথ বদলাতে পারবে নিশ্চয় কঠিন সাহস করে।
রেণু রেণু মাটির কনায় সোনার ফসল প্রচুর ধরেছে
এই প্রজন্মের কাছে ম্যাসেজ দিতে মন-প্রাণ জেগেছে।
আমার সোনার বাংলা আমি ভালোবাসি খুবই তোমায়
তুমি রয়েছে এই মাটিকে আগলিয়ে মনের মনি কোঠায়।
জন্মেছি এই সোনার মাটিতে মোর রূপসী এই বাংলা
প্রাণ খুলে হাসতে পারি বেড়ে উঠেছি সাঁঝের বেলা
ছাপ্পান্ন হাজার এলাকা জুড়ে বাংলার সীমানা ছড়ায়ে
সারা দেশ ভরপুর বিজয়ী বেশে সু-জাতি এই ধরায়ে।