পথের ঠিকানা
      এম,এ,সালাম
       ০৭-০৮-১৯


গতিশীল পৃথিবীর অলি-গলি চিনে-
   পা বাড়িয়েছো কিনা বুঝে শুনে,
কোন পথ কঠিন, কোন পথ ভাল,
   পা বাড়াও সেই পথে যেই পথে আলো।
নগদ সুখ দেখে যদি নেও কুড়িয়ে-
    ঝোলা ভরে রাখ যদি সুখ ঝুলিয়ে,
সেই সুখ দিবে কি পরম চাওয়া পাওয়া,
    যখন যাবে আনন্দ ঘন দিন ফুড়িয়ে।
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না-
    বুঝিয়া চলিও পথ,চলিয়া বুঝিও না,
চিনে যদি পা বাড়াও ফসকে যাবে না,
    পিচ্ছিল পথে তুমি বেহুশে হাটিবে না।
যেই পথে পা বাড়িলে জীবন অন্ধকার-
     ওই পথে না হেটে অন্যপথ ধর,
যেখানে দেখবে তুমি সুখেই নাগাল,
     ওই পথে হাটিলে পাবে দীনেরই নাগাল।
কদমে কদমে ভাব গন্তব্যের পথে-
      সেই পথে বিপদের ভয় নাহি থাকে,
দুনিয়ার মায়ায় পড়ে পথ ভুলিওনা,
      দুনিয়া যে তোমাকে পথ দেখাবে না।
চাষ কর দুনিয়াতে তুমি দেখে শুনে-
     ওই ফসল আখেরাতে তুলে  নিবে ঘরে,
দুনিয়ার লালসায় পড়ে গেলে তুমি,
     বি-পথে গতি হবে জেনে রেখ তুমি।
সে ভুলের মাশুলে পাবে না যে কুল-
পড় দিবসে দিয়ে যাবে শুধু ভুলেরই মাশুল,
লেখা পড়া কর তুমি পথ জেনে শুনে
     নচেৎ এই বিদ্যা আসিবে না কাজে।
কন্টকাকীর্ণ পথে হাটা মহা অনুচিত-
   অন্ধকারে আলোর নিশান ভাবা উচিৎ,
গন্তব্য পথে চল সহায় সম্বল নিয়ে
      দূর্দিনে একাকী পথে পড়বে ঝিমিয়ে।
আনন্দে উৎফুল্লে জীবন কাটিয়ে দিও না-
     কর্মগুনে ফেসে যাবে ভেবে দেখনা,
নিজের কাজ বুঝে কর পাবে তুমি শান্তি,
    পথ জেনে পা বাড়াও পাবে তুমি মুক্তি।