পথ শিশুর রাত
   এম,এ,সালাম(সুর ও ছন্দের)
  ০৪-০১-২২
********************
পথ শিশু কাপছে শীতে
দেখার কেউ নেই,  
সূর্য  যেখায় ডুবে যায়
সেথায় তার ঠাঁই।
  
ঠান্ডা হাওয়া গায়ে মাখিয়া
থাকে পথের ধারে,
একটি শীতের কাপন তারে
কেউ কি দিতে পারে।

রাত পাহারায় পুলিশ বাবু
লাঠির মারে গুতা,
তখন আর হয় না শিশুর
রাস্তায় থাকার ছুতা।

দিন কেটে যায় ঘুরে ফিরে
রাতে আসলেই কষ্ট,
আপন ভেবে কেউ আসে না
মানবতা আজ রূষ্ঠ।

কত বে-নামী এই পথ শিশু
আজ ঘুরছে পথে পথে,
সুখ খুঁজেও  হয় না চলা
সুখ নামক রেলগাড়ীতে।