প্রেম খুঁজলে
        এম,এ,সালাম
              ২৯-০৪-২০


ওহে আমার  যত কবি বন্ধু , জেনে রেখ
আমার দেশে সেথায় একটা  প্রেম আছে,
যে প্রেম নিয়ে কাব্য লিখি  মনের সুখে
প্রেমের গল্প বলব অল্প, নয়রে মিছে।
জড়িয়ে যায়নি প্রেমের ফাঁদে  শরীর নিয়ে
মনের মাঝে ভাল লাগে  নয়রে বিয়ে,
প্রেম তো আজ বিয়ে নয়'রে  ভালবাসা
প্রিয়ার মাঝে ছড়িয়ে আছে  অনেক আশা।
সকালবেলা রোদ্দুর মেখে  গা এলিয়ে
মুখোমুখি হয়েছিলাম নদীর তীরে,
আমায় বন্ধু মেনে নিল  লোকের ভীরে
সুখের গল্প করেছিলাম  নদীর তীরে।
প্রেমের মাঝে কবিতার  সুর ছড়িয়ে আছে
ছন্দ তালে লিখতে বসলে ভালই লাগে
ছন্দ সুর আর মাত্রাবৃত্ত  সুরেই আছে
প্রেমের মাঝে কাব্যের কথা নয়'রে মিছে।
প্রেম নদীতে প্রেম খুঁজলে কাব্যে মিলে
আবেগ ভরে অনুভুতিতে  এনেছি তুলে,
সেই সুর আর ছন্দ দিয়ে মনের কথা
লিখে যাচ্ছি খাতাকলমে কবিতার কথা।
অনুভুতির মাঝেই কিন্তু   প্রেমের ছবি
প্রকৃতি আর প্রেম নিয়ে  লিখে যান কবি,
ভাল লাগলে মন্তব্য করেন  কেন প্রেম খুঁজি
সুখ পায় প্রেম বিরহে  প্রেমিক কবি।