প্রেম তুমি নও
   এম,এ,সালাম
    ২৩-১২-১৭


প্রেম, তুমি নও শুধুই ভোগের স্পৃহা-
তুমি  প্রেমিক মনের শুধুই মন্থ স্পৃহা,
তুমি নয়তো বাসনা পূরণের অঙ্গিকার
তুমি নয়তো কাম লালসা মিটাবার হাতিয়ার।


প্রেম, তুমি নও লেক পার্কে হাত ধরে হাটা-
তুমি নও সিনেমাহলে আবছা আলোতে হাতাহাতি করা,
তুমি নয়তো আধাঁরে লুকোচুরি খেলা
পাবার জন্য কেহ বসে থাকবো সারাবেলা।


প্রেম,তুমি নও দরবেশ বাবার-
আবেগী আলখেল্লার আদর,
তুমি নও ঠাকুর ঘরের পুঁজার কদর,
নয়তো ঠাকুরের অযাচিত নগ্ন আশির্বাদ।


প্রেম,তুমি নও মাতুব্বরের একটু স্নেহের পরশ-
তুমি নও নির্যাতিতা গৃহবধূর ঝুলন্ত লাশ,
তুমি নয়তো আত্মহতার মহাক্রাস
তুমি নয়তো অপরিপক্ক বালিকার অতৃপ্তির শ্বাস।


প্রেম, তুমি নও পতিহারা নারীর শ্বাসে-
তুমি নও পুরুষের সুঠাম দেহের তলদেশ,
তুমি নও অর্ধাঙ্গিনী রেখে অচেনা দেহের উষ্ঞ সুখের আলপনা।


প্রেম, তুমি হবে বিকেলের ঝড়াফুল-
    সন্ধ্যার অন্ধকারে জোঁনাকির মতো তারা,
তুমি শুধু মানব মনের আবেগে ভরা
তুমি হয়তো একটু খানি ভালবাসার ছোঁয়া।


প্রেম,তুমি হবে ভোরেরসোনালি সুর্য-  
তুমি হবে গোধুলির আলোতে লাল কাননের কোন
তোমার পরশে দিনাতিপাত হবে মহাকাল
তোর আলতো ছোঁয়ায় বাঁচিতে চাই চিরকাল।


প্রেম তুমি,স্বার্থের উর্দ্ধে অন্য কিছু নও-
তুমি মনের গহীনে এক নিভৃতচারী স্বপ্নাদেশ,
তোর আবেগে ভাবাবেগ হয়ে আমি
নিঃস্বার্থ ভাবে বাঁচিতে চাই চিরকাল।