প্রেমহীন জীবন (১৮১৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৬-২০২২
========================


বিপ্লবী প্রেমিক তার মনকে বেশি ভালোবেসে
বিপ্লবী প্রেমিক সুই-সাইড করে নিজের দোষে।
বিপ্লবী প্রেমিক বুকে হাত রেখে শপথ করে,
রুপবতী নারীর প্রেম ভালোবাসার ধার ধরে।
বিপ্লবীরা মাটির উপরে নুয়ে পড়ে কান্না করে,
আকাশের দিকে তাকিয়ে বিনয় করে মরে।
কাল পুরুষের দিকে চেয়ে বলে বেদনার কথা,
মাঝে মাঝে শিউরে উঠি হৃদ মাঝারে দেয় ব্যাথা।
পৃথিবীর চরম হিংসার অহংকার চায় না যে,
চুপিচুপি মন দিয়ে ভালোবেসে ফেলে সে।
পৃথিবীর মতো মায়াজালে থাকতে চাই না
মানুষ সতত অসম বন্ধুর পথে যেতে দেয় না।
মানুষ মুখোশ খুলে ফেলে দেয় যতো বেদনা
ওরা বেদনাকে দূরে রেখে করে কত  চেতনা।
অবিরাম যুদ্ধের মাঝে জীবনকে ভালোবাসে,
অনুভূতিকে ফেলে দেয় মনের অজান্তে শেষে।