প্রেমের বিয়ে (১৮২৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৭-২০২২
🚻🚻🚻🚻🚻🚻🚻
প্রেম করে বিয়ে করলে
ঘটে কত যে  বিড়ম্বনা?
জায়া-ভর্তার চড়া কথা
সদাই থাকে যে যন্ত্রণা।


সুযোগ বুঝে কথা বলে
বুঝতে চায়না স্ত্রীর মন,
যখন তখন যা-তা বলে
বুঝেনা মেজাজ কেমন।


কান কথা যে দিবা রাতি
কত যে কিছু ভাবে?
স্বামীকে যে চিন্তায় রাখে
জানিনা কোন লাভে।


পতির মতি বুঝে যে গতি
মধুর  ভাষায় ডাকে,
স্ত্রী তার আদার সোহাগ
সবই বুকে ধরে রাখে।


পতির প্রেমে সতী যে ধন্য
ভাগ্যে ভালো ঘটলে,
কান কথায় স্বামীর মনে
কু-মন্ত্রনা দেয় ডুকলে।


প্রেনের বিয়ে মান-সম্মান
দেয় না কাউকে কেউ,
উভয়ের মা-বাবার কথায়
তারা করে যে ঘেউ ঘেউ।


সুখের সংসার গড়ন করা
মহাসাগর পাড়ির মত,
ভালো কিছু করতে পারেনা
পিছনে ইন্দন দেয় কত?


প্রেমের বিয়ে সুখী হইতে
লাগে বিধির বিধান মানা,
নগদ সুখে সব ভুলে যায়
ওদের অন্তর চক্ষু কানা।