প্রেমের ডোরে(১৯১৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১০-২০২২
==============
শক্ত হাতে নিশি রাতে
ধরো বাবার হাত,
হিংসা বিদ্বেষ সব ত্যাগে
আসবে সুখবাদ।


অতি লোভে তাতি নষ্ট
প্রেম পুড়ে ছাই,
স্নেহের ডোরে মন পুড়ে
থাকবে না যে ঠাঁই।


বাবা-মায়ের ঠাঁই পেলে
দেহে পাবে বল,
সে সব নিয়ে মাতামাতি
করছো কেন ছল?


ছায়ার তলে আরাম পেলে
মাথা গুঁজে রাখো,
সেই মা-বাবাকে কেন?
আর নয়নে দেখো।


জেনে রেখো পিতামাতা
হয় না কভু পর,
ভাই বোনের স্নেহের ডোর
উজ্জল করে ঘর।


একলা জীবন শুধু মরণ
গর্বের কিছু নেই,
মানবতা আর উদারতা
প্রেমের বাঁধন চাই।