ব্যাক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ-
বাঘে মহিষে যুদ্ধ করে দেশ করিবে শেষ।


দলকেই যদি ভালোবাসো মনে কেন রেশ?
এরই নামকি গনতন্ত্রের সোনার বাংলাদেশ।


দলের হয়ে কাজ করে যাও নিজের লাভ ছাড়ো-
নেতার আদেশ পালন করে দলের কাজ করো।


মনোনয়ন যদি চাও তুমি নেতার যোগ্যতা দিয়ে-
যোগ্যতা যদি থাকে তোমারজনগন আসবে এগিয়ে।


দলের একের অধিক কার্ড পাওয়ার কোন সুযোগ নাই-
বুঝেও কেন মনোনয়ন নিয়ে মনে কষ্ট পাই?।


কাজেই তুমি আজ না'হয় কাল  আসবে নজরে-
সেদিন তুমি থাকবে সবার অনেক আদর কদরে।

কে রাখবে আটকে তোমায় একদিন মূল্যায়ন তো হবে?
প্রতিভা তোমার উঠবে জ্বলে কোন না কোন ভাবে।


সতত দেখো তোমার স্বার্থ দল কি দিলো তোমায়?
দলের নেতা ভাবেন বসে দলের স্বার্থ কোথায়?


জনগনের প্রিয় নেতা পেলে মনোনয়ন দলের-
দল বাঁচলে দেশ বাঁচবে সুচিন্তা  বিবেকের।


এক আসনের বিপরীতে বায়ান্ন প্রার্থী যদি থাকে-
নেতার জায়গায় বসো তুমি প্রার্থী দিবে কাকে?


কঠিন অবস্থানে দলনেতা মাথায় কষাঘাত -
অপাত্রে মনোনয়ন দিলে মাথায় বজ্রপাত।


সু-চিন্তায় একজনই'তো দলের মনোনয়ন পাবেন-
মনোনয়ন নিয়ে সফলতার তরে এলাকাতে যাবেন।


রেষ ভেদাভেদ ভুলে গিয়ে একত্রেই দলের কাজ করো-
দলের বিজয়'ই তোমার বিজয়,মনে  দারণ করো।


দল বাঁচলে তুমি বাঁচবে একটু চিন্তা করো-
তোমার দলটি পরাজয় হলে তুমি কিন্তু জিরো।


নিজের স্বার্থ ত্যাগ  করে এবার দলকে ভাবো বড়-
কার সাথে কি বৈরীতা ছিলো মাথা থেকে ঝারো।


কৃতকার্য ভেবে সবাই দলের নির্বাচনটি করো-
কাধে কাঁধে,কাঁধ মিলিয়ে এবার দল বিজয়ের জন্য লড়ো।


২৩-১১-১৮ ইং তারিখ সকাল ৬.৩০, নিজ বাস ভবনে।