ওগো সজনি সেই রাত্র গিয়েছিলাম-
     তোমার প্রেম নিবেদনে,
আমি যাব বলে তোমার কাছে
      সেজেছিলে নানা সাজে।


অপেক্ষার পালা ভারী হওয়ায়-
মনে হয়েছে কত যুগ অপেক্ষমান,
সেই পরিস্থিতির কথা এই মুহুর্তে
     আমি বলিব কাহার শান।


জ্যোৎস্না রাতে আলতারাঙা পায়ে-
         নুপুর পড়েছো তুমি,
রুনু ঝুনু ওই শব্দটা কেন যেন
    ভয় পেয়েছিলাম আমি।


খোপায় পড়েছিলে গোলাপের গুচ্ছ-
         হাতে সোনার চুড়ি,
কানে পড়েছো ঝুমকার বালা
    পড়েছো রেশমী শাড়ী।


সুগন্ধি দিয়েছো তোমার শরীরে
      ভরে গেছে সারা বাগ,
প্রফুল্লে আমার ভরে গেছে মন
     বাগিচা সেজেছে কত আজ।


অতৃপ্ত মনটি ভরে গেল তৃপ্তিতে-
জ্যোৎস্নাময়ী সুষুপ্ত রজনীতে,
জ্যোৎস্নার আলোতে গল্প করিলাম
    দু'জনে প্রেম নিবেদনের ছলে।


সেই দিন গুলি হারিয়ে গেল-
    আমার স্মৃতির পাতা হতে,
নতুন করে প্রেমের ডায়েরি
    লিখি নিজের হাতে।