প্রিয় কবি নজরুল(১৮৯০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৯-২০২২
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আঁধারের আলো প্রভাতের পাখী
ওই সুবাস ছড়ানো ফুল?
বর্ধমানের চুরুলিয়ায় জন্ম নিলেন
প্রিয় কবি কাজী নজরুল।


কবির গানে গানে বিদ্রোহী প্রাণে
কেউ নেই যে তাঁর সমতুল,
তুমি সত্য ও ন্যায়ের লৌহ মানব
বিদ্রোহী কাজী নজরুল।


গতি যে থামেনা,উঁচু-নীচু মানেনা
কবিকে বলবে কে যে ভুল?
বাঁধা মানে না ঘূর্ণিঝড়,সাইক্লোনও
থামে না কাজী নজরুল।


তার মধুর কণ্ঠধ্বনি সবার নয়নমনি
গানের সুর ছন্দের বুলবুল,
মানব প্রেমের কবি গীতির সুরে ছবি
জাতীয় কবি কাজী নজরুল।