যোগদান করিয়াছে দিয়াড়ি নিয়ে-
    উদ্ভাস জ্ঞানের আলো,
কচিকাঁচা যাদুমনির ভিতর
      উন্নিদ্রা শিক্ষার আলো।


উচ্ছ্বসন নিয়ে আলোক বন্ধু-
   আসবে সকাল সকাল,
আলোর মশাল ছড়িয়ে দিবে
    সকাল হতে বিকাল।


চলতে বলতে সব অনাবরত-
     শিখবে বাল-বাচ্চারা কিছু,
এমন কিছু শিখাবো না ওদের
    যাহাতে, জানার নেইরে কিছু।


গুরুর প্রাতিহার থাকিবে  সতত-
    নিজের সন্তানের মত,
ভুল-ভাটকার মাঝেই মানুষ
    পথ চলিতে হবে শত।


ফুলে ফুলে সতত ভরে উঠুক-
     এই কাননের ফুল,
পারফিউমের স্বাদ ছড়িয়ে পড়ুক
  সরিয়ে যাক সকল ভুল।


আগমন যেমন মধুরতায় ভরা-
     কর্মহোক তেমন মধুর,
এমন কিছু করবো নারে বন্ধু
     যাহা হয় বেদনা বিধুর।


ফুলের তরে মধু থাকিলে-
    মৌ,মক্ষিকার হবে গমন,
আম্বারের কোলন ছড়িয়ে যাবে
    প্রতিকুলতায় হবে না, বারণ।


বিদ্রঃ- আমাদের পশ্চিম মনসাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের "যোগদান" উপলক্ষে সভাপতি হিসেবে আমার এই কাব্য।