প্রতিক্ষার প্রহর কত কষ্টের?
              এম এ সালাম
               ৩১/০৩/১৮


       দীর্ঘদিনের কাঙখীত আশা-
               মিটবে কি এ ভব মাঝে?
       সেই আশাই প্রহর গুনছি,
            কোন দিন যে দেখা হবে।


        ম্যাসেজ পেয়েছি প্রিয়তমার-
               দেখিবার মনে চায়,
        সেই আশাই যে বসে আছি,
           অপরাহ্নের কোন বেলায়।


        খোলা মাঠে বসে আছি চেয়ে-
            মাথার উপরে কালমেঘ,
         মনের কোনে উদিঘ্ন হয়েছে,
             দারুন এক ভাবাবেগ।


     প্রিয়তমা তুমি প্রহর গুনছো-
                প্রিয় মানুষের জন্য,
      সাধ জেগেছে দেখব আমাকে
               জীবন করিব ধন্য।


    চেয়ে চেয়ে যে চোঁখের কোনে-
         অশ্রুতে ঝাপশা হয়ে গেছে,
      কত যে বেলা বসে থাকিব?
            তোমাকে দেখার আসে।


    কত যে করুন মুহুর্ত গুলো-
        মন থেকে হারিয়ে গেছে,
    সেই স্মৃতি কি ভেসে উঠেনা,
          মনের সচ্ছ আয়নাতে।


    বসে আছি তোকে দেখব বলে-
         সাধ জেগেছে আমার,
   কাল বৈশাখের ঝড়ো হাওয়ায়,
         উড়ে যেতে চায় তথায়।


  আশায় আশায় সন্ধা হয়ে গেল-
        চাঁদ উঠেছে পুর্বাকাশে,
   চাঁদিমার মত মুখ খানা তোমার,
         আমার হৃদয়ে ভাসে।


  বড় কষ্ট নিয়ে চলে যাব বলে-
     কোন উপয় না পেয়ে,
  তারাতারি করে বাসায় চললাম,
         দি-চক্রযানে দেয়ে।


   আমার জন্য মায়ের প্রহর-
        আমাকে প্রশ্নবিদ্ধ করে,
   রাগ করিয়া বলে বাবারে,
         ধরিয়া আন ওড়ে।