প্রতিবাদের হাতিয়ায় (২০৫০)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৩-০২-২০২৩
==================
অন্যায় আজ থামাতে গেলে
                    কলমই বড় হাতিয়ার,
কেউ হয়তো করবে আঘাত
                   সুন্দর জীবনে বারবার।


পেশির জোর দেহের কিংবা
                   ধারলো অস্ত্রের ঝলকানি,
কবি লেখকের অস্ত্র নেই
                    আছে হাতের কলমখানি।


জেনে রেখো এ দেশবাসী
                    থামবে না লেখকের হাতিয়ার
কলমের শক্তি ফুসে উঠবে
                   প্রতিবাদ হবে বার বার।


জেনে রেখো অসির চাইতে
                    মসির শক্তি অনেক বেশী,
লেখার শক্তিতে মুছবে ওদের
                    ওই মিষ্টি মুখের হাসি।


ধ্বংস হইবে মসির খোঁচায়
                   দূর্নীতিবাজ শাসক  যারা,
প্রবল আঘাতে বন্ধ হবে না
                   শক্ত  হাতে কলম ধরা।


অন্যায় করলে প্রতিবাদ করবো
              কলমের শক্তি চলবে আজ,
হটাতে হবে সমাজ থেকে
              যত  সন্ত্রাসী  দূর্বৃত্তের রাজ।


ঘুনে ধরা এই ধরায় তাই
               রুখতে এগিয়ে এসো সবে,
কলমকে আজ সাথে নিয়ে
               প্রতিবাদ  যতসব হবে।