প্রতীক্ষা (১৯৭৩)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৮-১১-২০২২
====================
বাবায় আমার হারিয়ে গেছে
পচাঁশিতে অচিন পুরে,
মায় আমার তাকিয়ে থাকতো
এক দৃষ্টিতে  বহু দূরে।


মা সন্তানের স্নেহের বন্ধন
আবেগী মধুর হয়,
বাবার অনুপস্থিতিতে মায়
স্নেহের ডোরে ভালো পায়।


আজকে  আমি বাবার জন্য
দোয়া করি প্রাণ খুলে,
কোন অপরাধ করলে বাবায়?
সবাই যাবেন ভুলে।


সেই যে কবে চলে গেছেন
আমাদেরকে ছেড়ে,
তখন থেকে বাবার আদর
সবই নিয়েছে কেড়ে।


অনেকেই বাবার আদর যত্ন
নেয়ামত হিসেবে পায়,
আমি তো ভাই বঞ্চিত আছি
মা-বাবার থেকে সবটায়।


দুজন সেই সে কবে চলে গেছেন
আর আসবে না ফিরে,
অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে আছি
অচেনা লোকেরই ভীরে।