প্রতীপদর্শিনীর যাদু
   এম এ সালাম
     ২৫-১১-১৯


ললনা, সর্বাঙ্গে তোমার দেখিতেছি-
   সুদর্শন কামনারই ছাপ,
আওরাত বলে তুমি আজ সম্মানিত
    সকল আদমির কাছে আজ।


তোমারে দেখিলেই কামনা বাড়ে-
   দুর্বল,শক্তিহীনদেরও দেহে,
মরদ মিনসের হিংসার প্রলেপ
     উদীয়মান অন্তরে অন্তরে।


যোষিতা, তোমার দেহে কি দিয়েছে-
    শরীরে আকর্ষণ শক্তি কত?
তোমার জন্য হানাহানি আর খুনা খুনি
   এই ধরণীতে তোমায় নিয়ে যত?


দূর্বল পুমান ভয় করে তোমায়-
    সৌর্যবীর্যরা  এগিয়ে আসে কাছে,
কি রুপ তোমায় দিয়েছে সৃষ্টি
    নরকেশরী ঘুরঘুর করে পিছে।


সতত অন্তঃপুরিকার রুপের লালসায়-
ওই রুপে পাগল, আবাল বৃদ্ধ বনিতা,
তোমার সংস্পর্শে আসিলেই নৃকেশরী
জাতি,ধর্ম চাওয়া পাওয়া কিছুই মানে না।