পুরাণ পাখা(২১৬৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৬-২০২৩
====================
পুরাণ পাখার তালাশ করছি
জৈষ্ঠ্যের গরমে অস্থির,
এবার যদি পাখাটা না পাই
কেমনে মন রাখি স্থির।


বউকে বললাম তালাশ কর
ঘরের সেলফের পরে,
বিদ্যুৎ নাই তাই কেমন করি
গা থেকে ঘাম ঝরে।


টর্চ জ্বালাইয়া তালাশ করো
পাইলেই পাবে শান্তি,
নাই পাইলে যে বিরাজ করবে
ঘরের মধ্যে অশান্তি।


টর্চে যে চার্য দিতে পারি নি
সারাদিন বিদ্যুৎ ছিল না,
কি কারণে সন্ধার সময়ও?
বিদ্যুতের লাইন দিলো না।


শরীরটা যে ঘামাইয়া মোর
মিডা মাখা হইয়া গেছে,
ছেলেটা মোর গরমের চোটে
চাইর হাত-পায় নাচে।


এখন যে আমি কোথায় যামু?
গরমে সহ্য হয় না,
বেদিক হইয়া বউ পরে রইছে
রাগ করে কথা কয় না।