পুরুষতান্ত্রিক (২৪২৮ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৭-০২-২০২৪
===================
পুরুষ শাসিত পরিবার হবে
মহিলা হবে অধিনস্থ,
কোন পরিবারের পুরুষ হয়
নারীর তেজে বরখাস্ত।


পুরুষ হবে পরিবারের নেতা
এতে ভুল নেই এক বিন্দু,
মহিলা যদি মাতুব্বরি করে গো
ঝামেলা হবে সলিল সিন্দু।


মহিলা শাসিত পরিবারের সাথে
কেহ আত্মিয় করবেনা ভুলে,
ভুলের খেসারত দিতে দিতে ভাই
লজ্জার মালা নিবে গলে তুলে।


মহিলার শাসিত সংসার ঝামেলা
জীবনে মিটবে না কোনদিন,
মহিলা শাসিত পুরুষদের বলা হয়
কুরান হাদিস মতে  বে-দীন।


আপনি নারী নের্তৃত্ব পরিবার হতে
ছেলেকে বিবাহ করান যদি,
তবে ভাইরে সংসারে ঝৈ-ঝামেলা
যাবেনা,লেগে থাকবে নিরবধি।