রাগন্বিত
   এম,এ,সালাম
মামা আমার রাগ করেছে-
     আমি মামার সাথে,
আমি নাকি ভালবাসি না
      মামার অধিকারে।


আমি নাকি খবর লইনি-
    বলছে আমার মামা,
এই কথাটি কেমনে বলছো?
    নেই যে আমার জানা।


তুমি বলছো এমন কপাল-
     কেন দিচ্ছে মোদের,
মামার বাড়ীর আদর পাইনি
     এই কষ্ট মোদের।


আদর আবদারের দরকার নেই
      মোদের কিম্ভা মায়ের,
এই অবস্থা বিচার দিলাম
      আল্লাহর কাছে তাদের।


কি জন্য যে বলছে মামা-
    এই শক্ত কাহিনী,
কষ্ট পাইলাম ওর কথায়
   কাউকে বলা যাবে না জানি।