রাস্তায় জন্ম যাদের
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০২-২০২২
=====================
সমাজের নিয়ম লুকিয়ে চুকিয়ে
যারা রঙ্গ-রসে ভাসে,
বেগানা নারীর অবৈধ মিলনে
মানব শিশু আসে।

জন্ম পরিচয়হীন পিতার ঔরসে
পথশিশুর বেশে,
এমন শিশুর অগনিত জন্ম
আমাদের এই দেশে।

হায় অবৈধ পিতার বৈধ লিলায়!
শিশুর জন্ম হলো,
নিরপরাধ এই মানব শিশুর
দোষ কি আছে বলো?

এই মানুষ তো সৃষ্টির সেরা জীব
কেন পাপের পথে চলে?
মহান সৃষ্টিকর্তা দেবে কত শাস্তি
রবে জাহান্নামের তলে।

পচনশীল এই সমাজের দিকে
নজর দিতে হবে,
সমাজের বিধান লঙ্ঘন করিলে
প্রতিবাদ করিও সবে।

ন্যায় পথে নেই অন্যায় পথে
সমাজে যারা চলে,
আয়নায় দেখে নেও চেহারাটা
লোকে কি যে বলে।