পথচলা শেষ, রাস্তার শেষপ্রান্তে-
    কোথায় যাব পথ চিনিনা?
থ,খেয়ে দাঁড়িয়ে গেলাম এখনেই
     ভাবছি মৃত্যুর ভাবনায়।


মৃত্যু নামক কঠিন ব্যধিটি ওই-
     ডাকছে আয়রে আয়,
আমি যে তোরই জন্য চেয়ে আছি
    অন্যকোন রাস্তা নেই।


সুন্দর জীবনের শস্য ক্ষেত্রে-
    বারে বার চাষ দিয়েছি,
ভাবছি, ফসল তো পাবই
    তবে শেষ চেষ্টার দ্বারপ্রানে।


ফসল পেকে সোনায় রঞ্জিত-
    ছুতে গেলে ধরা দেয় না,
হাত পেতে  দাঁড়িয়ে রইলাম
     সুখ পাওয়ার আশায়।


সুখ তো দেখি, নাগাল পাই না-
     রাস্তা যে আর সামনে নেই,
ভাবছি কেহ যদি এই মুহুর্তে
     ওই অচেনা রাস্তাটি দেখাত।


কাদি কাদি সুখ আছে, স্বপ্ন নেই-
     রাস্তা আছে জানা নেই,
প্রদীপ আছে, প্রদীপের তৈল নেই
     এইতো সায়ংকালের মহাযাত্রা।